Home ফিচার পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

0

গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে তারা এই বিক্ষোভ করছে।

নিহত ব্যবসায়ীর নাম- রবিউল ইসলাম (৪০)। তিনি গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা এবং পেশায় একজন সুতা ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, মোবাইলে বিট কয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গত শনিবার রাতে চার জনকে আটক করে বাসন থানার পুলিশ। পরদিন তিন জনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে রাতে তারা জানতে পারেন, রবিউল মারা গেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here