Home বিশ্ব স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তিকে ৮ বছরের কারাদণ্ড

স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তিকে ৮ বছরের কারাদণ্ড

0

ইরানে স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আহভাজ প্রদেশে ২০২২ সালে স্বামী সাজ্জাদ হায়দারি তার ১৭ বছর বয়সী স্ত্রী মোনার মাথা কেটে সেটি হাতে নিয়ে রাস্তায় বের হন। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

আদালতের মুখপাত্র মাসুদ সিতৌশি বলেন, আদালত বুধবার (১৮ জানুয়ারি) হত্যার জন্য সাজ্জাদ হায়দারিকে সাড়ে সাত বছর এবং নির্যাতনের জন্য আট মাসের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া হত্যায় সহযোগিতার জন্য এ মামলায় সাজ্জাদ হায়দারির ভাইকে ৪৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওই ঘটনায় মোনার পরিবার প্রতিশোধ না চেয়ে সাজ্জাদ হায়দারিকে ‘ক্ষমা’ করে দেওয়ায় এ সাজা হয়েছে বলেও জানান তিনি।

সাজ্জাদের সঙ্গে ১২ বছর বয়সে মোনার বিয়ে হয়। ১৪ বছর বয়সে তিনি প্রথম ছেলে সন্তানের মা হন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here