Home বাংলাদেশ অভিবাসন ব্যয় কমাতে চায় মালয়েশিয়া

অভিবাসন ব্যয় কমাতে চায় মালয়েশিয়া

0

স্থবির শ্রমবাজারে গতি আনতে অভিবাসন ব্যয় কমাতে চায় মালয়েশিয়া। আজ রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অভিবাসন ব্যয় কমিয়ে আনতে চাচ্ছি। আগামী দিনে দুই দেশের (বাংলাদেশ ও মালয়েশিয়া) প্রতিনিধিরা বসবেন। তারা রিভিউ করবেন সমঝোতা চুক্তিতে পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা’।

তিনি বলেন, ‘আমরা আগের করা সমঝোতা চুক্তি নিয়ে কথা বলেছি। আজকের আলোচনার একটা বড় অংশ জুড়েই ছিল এই চুক্তি। মালয়েশিয়া সরকার প্রক্রিয়া সহজ করতে চায়, যাতে মূল লক্ষ্যে পৌঁছানো যায়। মূল লক্ষ্য হচ্ছে চাহিদা পূরণ করা, ব্যয় কমানো ও বিদেশি কর্মীদের সম্মান রক্ষা করা। যদি বর্তমান প্রক্রিয়ায় সেই লক্ষ্যে পৌঁছানো না যায়, আমরা পরিবর্তন আনতে প্রস্তুত। সেজন্য আমরা আলোচনায় বসবো’।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here