Thursday, September 19, 2024
Homeবাংলাদেশপাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত, হিনা রব্বানীকে পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত, হিনা রব্বানীকে পররাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিরস্ত্র বাঙালির ওপর চালানো নৃশংসতার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শ্রীলংকায় গতকাল শনিবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানীর সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।

হিনা রব্বানী সঙ্গে ছাড়াও এদিন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রায়ের সঙ্গেও বৈঠকে অংশ নেন তিনি।

বৈঠকের সময় শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা-কলম্বো বিমান ভাড়া কমানোর অনুরোধ জানান ড. মোমেন।

এর আগে শ্রীলংকার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার তিন দিনের সফরে কলম্বো যান পররাষ্ট্রমন্ত্রী।

- Advertisment -
Google search engine

Most Popular