Home খেলা অঘটনের রাতে ক্যাসেমিরো-কাণ্ড

অঘটনের রাতে ক্যাসেমিরো-কাণ্ড

0

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের কঠিন একটা রাত পার হয়েছে। প্রতিপক্ষের মাঠে হেরে বসেছে শীর্ষে থাকা আর্সেনাল। বিধ্বস্ত হয়েছে জায়ান্ট দল লিভারপুল। বদলে যাওয়া নিউক্যাসল ইউনাইটেড পয়েন্ট খুইয়েছে নিজেদের মাঠে। অঘটনের রাতে অবশ্য প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানেও আবার ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা।

ইউনাইটেড জিতলেও তাদের জয়োৎসব মাটি করে দিয়েছেন ক্যাসেমিরো। সরাসরি লালকার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডিভ মিডফিল্ডার। ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ইউনাইটেড ২-১ গোলে হারালেও ফল ছাপিয়ে গেল ক্যাসেমিরোর মেজাজ হারানোর ঘটনায়। দুই হাত দিয়ে প্রতিপক্ষ ফুটবলারের গলা চেপে ধরেন ব্রাজিলিয়ান সেনসেশন!

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৬২ মিনিটে দুই গোল করে ফেলে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের সাত মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজের গোলে লিড নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন তুখোড় ফর্মে থাকা মার্কাস রাশফোর্ড। স্বাগতিকরা ম্যাচটা সহজে জিতবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু ফুটবলপ্রেমীদের ভাবনাটা পাল্টে গেল কয়েক মিনিট পরই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here