Sunday, September 8, 2024
Homeবাংলাদেশহিরো আলম ঝড় রাজনীতিতে

হিরো আলম ঝড় রাজনীতিতে

আশরাফুল আলম সাঈদ, যিনি হিরো আলম নামেই পরিচিত। বেসুরো একজন গায়ক বা মডেল থেকে আলোচনায় আসা হিরো আলম এখন রাজনীতিতেও বেশ আলোচিত। সম্প্রতি সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে হিরো আলমই এখন ‘টক অব দ্য কান্ট্রি’। সোশ্যাল মিডিয়া, মূলধারার গণমাধ্যম কিংবা রাজনৈতিক মঞ্চ, সবখানেই আলোচনার বিষয় তিনি। তাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন প্রধান দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারাও। তাকে দিয়ে রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থার মান ঠিক করছে প্রধান দুই দল।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া জাতীয় সংসদের ছয়টি আসনে উপনির্বাচন হয় গত বুধবার। উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি আসনে অংশ নিয়ে বগুড়া-৪ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন হিরো আলম। শেষ পর্যন্ত ওই আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি।

নির্বাচনে হারার পর হিরো আলম অভিযোগ করেন, ভোটের ফলাফলে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তার বিজয় ছিনতাই করা হয়েছে। তার সঙ্গে কেন এমন ঘটতে পারে, সেটিও নিজের বিবেচনামতো স্পষ্ট করেই বলেছিলেন ১ ফেব্রুয়ারি ভোটের ফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘শিক্ষিত সমাজের কিছু লোক আছেন, যারা আমাকে মেনে নিতে চান না। তারা মনে করেন, আমি পাস করলে বাংলাদেশের সম্মান যাবে, তাদের সম্মান যাবে। আমরা এত শিক্ষিত, হিরো আলমের মতো মূর্খকে স্যার বলে ডাকতে হবে। এ জন্য তারা আমাকে মানতে চান না। তারা আমার বিজয় মেনে নিতে পারেননি। নির্বাচন নিয়ে এ রকম প্রহসন হলে, কারচুপি হলে মানুষ নির্বাচন ভুলে যাবে।’

- Advertisment -
Google search engine

Most Popular