Home খেলা ভূমিকম্পে নিখোঁজ ঘানার সেই ফুটবলারকে পাওয়া গেছে

ভূমিকম্পে নিখোঁজ ঘানার সেই ফুটবলারকে পাওয়া গেছে

0

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে পাওয়া গেছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে ছিলেন তিনি।পর্তুগিজ স্পোর্টস সাইট ‘এ বোলা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৩১ বছর বয়সী এই ফুটবলার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে ছিলেন। জরুরি উদ্ধারকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে। শ্বাস-প্রশ্বাসে সমস্যা ও হাত-পায়ে আঘাত থাকায় বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ সাইটটি হাসপাতালে আতসুর কোনো ছবি দিতে পারেনি।

তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্পে সবশেষ খবর অনুযায়ী, চার হাজার ৩৭২ জনের প্রাণহানি ঘটেছে। দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় গতকাল সোমবার ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয়টি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here