Monday, September 16, 2024
Homeফিচারহজে খরচ বৃদ্ধির তিন কারণ

হজে খরচ বৃদ্ধির তিন কারণ

কিছু খাতে ব্যয় কমলেও মোটের ওপর এবার হজের খরচ বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেশি খরচ গুনতে হবে হজযাত্রীদের। সংশ্লিষ্টরা বলছেন, মূলত তিন কারণে এবার খরচ বেড়েছে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকার মতো বেশি লাগছে বিমান ভাড়া বৃদ্ধি ও টাকার দরপতনের কারণে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ১০ হাজার টাকা কমেছে ঠিকই, কিন্তু এবার কয়েকটি সেবা অন্তর্ভুক্ত করা হয়নি।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৭ জুন হজ হবে। সৌদি সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ১২ হাজার ১৯৮ জন। চলতি মৌসুমে সরকারি প্যাকেজে খরচ পড়বে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আগের বছর প্যাকেজ ছিল দুটি। এর মধ্যে প্যাকেজ ১-এর খরচ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ ২-এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এবার সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ থাকছে একটিই। গতবারের প্যাকেজ ১-এর তুলনায় এবার বেশি পড়বে ৯৬ হাজার ৬৭৮ টাকা। প্যাকেজ ২-এর তুলনায় খরচ বেশি হবে ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা।

- Advertisment -
Google search engine

Most Popular