Home বিশ্ব উ. কোরিয়ায় দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্রের সর্ববৃহৎ প্রদর্শনী

উ. কোরিয়ায় দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্রের সর্ববৃহৎ প্রদর্শনী

0

উত্তর কোরিয়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । এটি এযাবৎ কালের মধ্যে দেশটিতে সর্ববৃহৎ বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্লেষকদের অনেকে বলছেন, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবারের এই সামরিক কুচকাওয়াজের সময় এক ডজনের মতো দীর্ঘ পাল্লার মিসাইল প্রদর্শন করা হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কন্যাকে সাথে নিয়ে মধ্যরাতে আয়োজিত এই প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিম জু-আয় যে তার পিতার উত্তরসূরি হতে পারেন, কুচকাওয়াজে তার উপস্থিতি এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here