Saturday, September 14, 2024
Homeঅর্থনীতিবরাদ্দের চেয়ে বেশি অর্থ প্রয়োজন বাংলাদেশের

বরাদ্দের চেয়ে বেশি অর্থ প্রয়োজন বাংলাদেশের

জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য বিদ্যমান যে বরাদ্দ রয়েছে, তার চেয়ে অনেক বেশি অর্থায়ন বাংলাদেশের প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেছেন, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেছে। উন্নয়ন সহযোগী হিসেবে একে কার্যোপযোগী করার ক্ষেত্রে সরকারকে সহায়তার জন্য আমাদের কাজ করতে হবে।

গতকাল রবিবার সরকার ও উন্নয়ন সহযোগীদের এক আলোচনায় এসব কথা বলেন গোয়েন লুইস। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮ সামনে রেখে অগ্রাধিকার নির্ধারণে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় স্পষ্ট হয়ে উঠে জলবায়ুসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ কেবল সরকারের জোগান দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদেরও এগিয়ে আসতে হবে। যেসব জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে তাদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে বিদ্যমান তহবিল অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করতে হবে। জনগণের যদি দুর্যোগের আঘাত সহ্য করার সক্ষমতা বেশি থাকে, তাহলে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে।

- Advertisment -
Google search engine

Most Popular