Sunday, September 8, 2024
Homeবিশ্ব৪ দশমিক ৩ মাত্রায় কেঁপে উঠল সিকিম

৪ দশমিক ৩ মাত্রায় কেঁপে উঠল সিকিম

ভারতের সিকিমে আজ সোমবার ভোরে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৪ দশমিক ৩। ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়।

ভারতের জাতীয় ভূকম্পনকেন্দ্র থেকে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে উঠে বিস্তীর্ণ এলাকা।

ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। তবে ভূকম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলে জানা গেছে।

এর আগে রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসাম রাজ্যে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

- Advertisment -
Google search engine

Most Popular