Saturday, September 7, 2024
Homeবাংলাদেশএতিম ও দুস্থরা পেল ১০০ মণ ইলিশ

এতিম ও দুস্থরা পেল ১০০ মণ ইলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কে এম শাফিউল কিঞ্জল।

এর আগে আজ বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীর ডালচর এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, ভোলার মনপুরা থেকে মেঘনা নদীর ডালচর হয়ে একটি বোট জাটকা ইলিশ নিয়ে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট এলাকায় যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ডের একটি দল ডালচর এলাকায় অবস্থান নেয়। জাটকাবোঝাই বোটটি ডালচর এলাকায় পৌঁছালে ৫ জন মাঝিমাল্লাসহ সেটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয় এবং পাঁচ মাঝিমাল্লার কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গরীব-অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

- Advertisment -
Google search engine

Most Popular