Sunday, September 8, 2024
Homeবিশ্ববিশ্বজুড়ে নির্বাচনে হস্তক্ষেপ: যেভাবে সাংবাদিকদের ফাঁদে টিম জর্জ

বিশ্বজুড়ে নির্বাচনে হস্তক্ষেপ: যেভাবে সাংবাদিকদের ফাঁদে টিম জর্জ

সাংবাদিকদের তিনটি দল ভিন্ন ভিন্ন দেশের ক্লায়েন্টের ছদ্মবেশে ছয় মাসেরও বেশি সময় ধরে চেষ্টার পর ইসরায়েলি প্রতিষ্ঠান টিম জর্জের প্রধান তাল হানানের মুখোশ উন্মোচন করতে পেরেছেন; ‍যিনি ৩০টিরও বেশি দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছেন হ্যাকিং, অপকর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে।

সাংবাদিকদের যে ৩টি দল অত্যন্ত সতর্ক ও ধূর্ত এই ব্যক্তির কার্যক্রম উন্মোচন করেছে, তারই একটি দলের এক সদস্য তাল হানানের সঙ্গে তাদের সাক্ষাতের বিবরণ দিয়েছেন ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ানকে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরের শেষের দিকে ইসরায়েলে টিম জর্জের কার্যালয়ে তাল হানানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনজন সাংবাদিকের একটি প্রতিনিধি দল। সাংবাদিকদের এই দলে ছিলেন ইসরায়েলের দৈনিক দ্য মার্কারের সাংবাদিক গুর মেগিডো, রেডিও ফ্রান্সের সাংবাদিক ফ্রেডেরিক মেটেজিউ এবং ইসরায়েলের সবচেয়ে পুরোনো দৈনিক হারেৎজের সাংবাদিক ওমের বেনজ্যাকব। প্রায় ছয় মাস ধরে চেষ্টার পর তাল হানানের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হন তারা।

- Advertisment -
Google search engine

Most Popular