Sunday, September 8, 2024
Homeফিচারঢাবিতে পরীক্ষা হলে কান-মুখ খুলে রাখার নোটিশের বিরুদ্ধে রিট

ঢাবিতে পরীক্ষা হলে কান-মুখ খুলে রাখার নোটিশের বিরুদ্ধে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে পরীক্ষার হলে ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেকের কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) এ রিট করেন। ঢাবি ভিসি, বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।’

গত বছরের ডিসেম্বরে ঢাবির বাংলা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে প্রেজেন্টেশন, লিখিত এবং মৌখিক পরীক্ষায় ছাত্রীদের মুখমণ্ডল দৃশ্যমান রাখার নির্দেশ এবং না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।

এরপর থেকে ছাত্রীরা বিভাগের ওই আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে তারা বিষয়টি নিয়ে পাঁচ দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন।

- Advertisment -
Google search engine

Most Popular