Sunday, September 8, 2024
Homeবিশ্বরাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে : যুক্তরাষ্ট্র

রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে : যুক্তরাষ্ট্র

রাশিয়া ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ওই অভিযোগ উথ্থাপন করেন।

নিরাপত্তা সম্মেলনে কমলা হ্যারিস তার বক্তৃতায় বলেন, রাশিয়া আক্রমণের পর থেকে হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং নির্বাসনের মতো জঘন্য কাজ করেছে। সম্মেলনে বিশ্বনেতারা ইউক্রেনের দীর্ঘমেয়াদী সমর্থনের আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘এখন সময় এসেছে ইউক্রেনে সামরিক সহায়তা গতিশীল করার।’ ঋষি সুনাক যুক্তি দিয়ে বলেন, পশ্চিমা মিত্রদের অবশ্যই ইউক্রেনের ভবিষ্যত সুরক্ষার জন্য পরিকল্পনা শুরু করতে হবে। সেজন্য এখনই আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র পাঠাতে হবে।’

- Advertisment -
Google search engine

Most Popular