Sunday, September 8, 2024
Homeফিচার৭ কোটি টাকার আইস ফেলে পালাল পাচারকারীরা

৭ কোটি টাকার আইস ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফ থেকে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি সুতার জালসহ কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার ভোরে নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকায় এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গতকাল শনিবার ভোরে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে নৌকায় করে মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি নৌকা করে দুজন ব্যক্তি আসতে দেখে তাদের সংকেত দিলে বিজিবির উপস্থিত দেখে মাদক কারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি সুতার জাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘উদ্ধার আইস বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা। পরে এসব মাদক সবার উপস্থিতিতে ধ্বংস করা হবে।’

- Advertisment -
Google search engine

Most Popular