Wednesday, July 24, 2024
Homeবিনোদন‘ফারাজ’ সিনেমা প্রচার ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

‘ফারাজ’ সিনেমা প্রচার ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

ঢাকার গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোন সিনেমা হল এবং সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন হলি আর্টিজনের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা নিয়ে ‘ফারাজ’ সিনেমাটি বানিয়েছেন ভারতের মুম্বাইয়ের হংসল মেহতা। ৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।

- Advertisment -
Google search engine

Most Popular