Home খেলা ভূমিকম্পে নিহত ফুটবলার আতসুর মরদেহ দেশে ফিরেছে

ভূমিকম্পে নিহত ফুটবলার আতসুর মরদেহ দেশে ফিরেছে

0

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিহত ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মরদেহ নিজ দেশে ফিরেছে। ঘানার কোটোকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে বহন করা কফিন নেওয়া হয়। যেখানে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এমন খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।

এর আগে গত রোববার ভূমিকম্পের ১২ দিন পর আতসুর মৃত্যুর খবর পাওয়া যায়।এমন খবর নিশ্চিত করেছেন তার এজেন্ট।

সম্প্রতি তুরস্ক-সিরিয়া অঞ্চলে ৭.৮ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। পরে খবর পাওয়া যায় ৩১ বছর বয়সী এই ফুটবলার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এমনকি তার খেলা তার্কিশ ক্লাব হাতাস্পোরের স্পোর্টিং ডিরেক্টর টানের সাভুতও আটকা পড়েছিলেন।

আতসুর মৃত্যুর খবর নিশ্চিত করে একটি টুইট করেছেন তার মুরাত উজুনমেহমেত। তিনি লিখেন, ক্রিস্টিয়ান আতসুকে পাওয়া গেছে, তবে দুঃখজনকভাবে তিনি মারা গেছেন।

এর আগে আতসু নিখোঁজ হওয়ার পর তার সাবেক ক্লাব নিউক্যাসল টুইটারে তার জন্য প্রার্থনা করে একটি পোস্ট দেয়। টুইটারে নিউক্যাসল জানায়, আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।

টুইটারে ক্লাবটি আরও জানায়, আতসু নিউক্যাসলে পাঁচটি মৌসুম কাটিয়েছেন। প্রথমবার ২০১৬ সালে চেলসি থেকে লোনে যোগদান করেন তিনি। আতসু ক্লাবটিকে প্রিমিয়ার লিগে প্রমোশন জিততে সাহায্য করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here