Sunday, September 8, 2024
Homeফিচারপরবর্তী সার্ক মহাসচিব হবেন বাংলাদেশি

পরবর্তী সার্ক মহাসচিব হবেন বাংলাদেশি

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব নিয়োগ আফগানিস্তান থেকে হওয়ার কথা ছিল। তবে দেশটির তালেবান শাসকগোষ্ঠী আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় তা আটকে গেছে। ফলে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ থেকে সংস্থাটির পরবর্তী মহাসচিব নিয়োগ দিতে সম্মত হয়েছে অন্যান্য সদস্য রাষ্ট্র।

জানা গেছে, ইংরেজি নামের বর্ণনাক্রম অনুযায়ী সার্কের মহাসচিব মনোনয়নের সুযোগ পায় সার্কের সদস্য দেশগুলো। সে হিসাবে এবার এই পদে আফগানিস্তানের মনোনয়ন দেওয়ার কথা। তবে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত কোনো দেশের স্বীকৃতি পায়নি তালেবান। সে কারণে দেশটি থেকে নতুন মহাসচিব নিয়োগ দেওয়া হলে জটিলতার আশঙ্কা রয়েছে। সার্কের বর্তমান চেয়ার নেপাল অন্য সদস্য দেশগুলোকে বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং তারা বিষয়টি মেনে নেয়।

- Advertisment -
Google search engine

Most Popular