Thursday, September 19, 2024
Homeফিচারইউক্রেনজুড়ে ১২০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া

ইউক্রেনজুড়ে ১২০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া

ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইউক্রেনের বিভিন্ন শহরের অভিমুখে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত দুইটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তা ক্ষেপণাস্ত্র হামলা না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ কি না-তা স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া খারকিভ, ওডেশা এবং ঝিতোমিরেও বিস্ফোরণের শব্দও শোনা গেছে। ওডেশার আঞ্চলিক নেতা মাক্সিম মারচেঙ্কো ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা নিয়ে কথা বলেছেন। তিনি বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন, সেইসঙ্গে দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে বলে জানান।

- Advertisment -
Google search engine

Most Popular