Thursday, September 19, 2024
Homeফিচারদূষিত শহরের তালিকায় ঢাকা আজ ৫ নম্বরে

দূষিত শহরের তালিকায় ঢাকা আজ ৫ নম্বরে

বেশি দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা আজ শীর্ষ ৫ নম্বরে অবস্থান করছে। ঢাকার বাতাস সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। অস্বাস্থ্যকর হয়ে উঠছে রাজধানী ঢাকার বায়ু। যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে। আজ বুধবার সকাল নয়টায় বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকার শীর্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ২৬৩। এরপরে পাকিস্তানের লাহোর (২১৭), করাচি (২১২) ও কিরগিজস্তানের রাজধানী বিশকেক (২১১)। এর পরের, অর্থাৎ পঞ্চম স্থানে থাকা ঢাকার স্কোর ১৯৯।

- Advertisment -
Google search engine

Most Popular