Friday, September 20, 2024
Homeবিশ্বদুদিন আগেই তুরস্ক-সিরিয়ায় বড় ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন গবেষক!

দুদিন আগেই তুরস্ক-সিরিয়ায় বড় ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন গবেষক!

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। গতকাল সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ঠিক দুদিন আগে এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে জানা গেছে।

নেদারল্যান্ডসভিত্তিক সোলার সিস্টেম জিওম্যাট্রি সার্ভে’র (এসএসজিইওএস) গবেষক ফ্রাঙ্ক হুজারবিটস গত শুক্রবার সন্ধ্যায় টুইটার পোস্টে বলেছিলেন, ‘আগে পরে এই অঞ্চলে (দক্ষিণ-মধ্য তুরস্ক, জর্ডান, সিরিয়া ও লেবানন) কমবেশি সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হতে যাচ্ছে।’

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হুজারবিটসের টুইটার পোস্টটি চার কোটির বেশি মানুষ দেখেছে। মন্তব্য পড়েছে প্রায় ২০ হাজার আর লাইক পড়েছে দেড় লাখের বেশি।

- Advertisment -
Google search engine

Most Popular