Thursday, September 19, 2024
Homeফিচারথানচিতে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

থানচিতে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

বান্দরবানের থানচি উপজেলায় র‍্যাবের সঙ্গে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলি চলছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার রেমাক্রি ব্রিজ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা) অভিযান চলছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমাবিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

- Advertisment -
Google search engine

Most Popular