Thursday, September 19, 2024
Homeবাংলাদেশএডিপির আকার কমলেও বহাল থাকছে দেশীয় অর্থ

এডিপির আকার কমলেও বহাল থাকছে দেশীয় অর্থ

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) কমছে বৈদেশিক সহায়তার অংশ। তবে সরকারের নিজস্ব অর্থায়নে কাটছাঁট হচ্ছে না। উন্নয়ন সহযোগীদের দেওয়া নানা শর্তের কারণে বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি সংশোধিত এডিপিতে প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকার বৈদেশিক সহায়তা কমানোর বিষয়টি চূড়ান্ত করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

এর ফলে সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তার পরিমাণ দাঁড়াবে ৭৪ হাজার ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরের সব মিলিয়ে এডিপির আকার ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। এর মধ্যে দেশজ উৎস থেকে ১ লাখ ৪৯ হাজার ১৬ কোটি টাকা বহাল থাকছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর অর্থায়নও বহাল থাকছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

- Advertisment -
Google search engine

Most Popular