Monday, September 16, 2024
Homeফিচারপার্কে মিলল বিরল ‘বাদামি হীরা’

পার্কে মিলল বিরল ‘বাদামি হীরা’

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের পাইক কাউন্টির ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে (জাতীয় উদ্যান) অ্যাডাম হার্ডিন নামের এক ব্যক্তি খুঁজে পেয়েছেন ২.৩৮ ক্যারাটের এক বিরল বাদামি হীরা। হার্ডিন শখের হীরা অন্বেষণকারী, যাকে ডিটেক্টরিস্ট বলা চলে। স্টেট পার্কের কর্তৃপক্ষের দাবি, ওই পার্কে এত বড় হীরা এই প্রথম খুঁজে পাওয়া গেল। অ্যাডাম এই হীরার নাম রেখেছেন ‘ফ্র্যাঙ্কেনস্টোন’।

এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ এপ্রিল আরকানসর ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে হীরাটি খুঁজে পান অ্যাডাম। গত ৩ মে টুইটারে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পোস্ট করে আরকানস স্টেট পার্কের কর্তৃপক্ষ। দীর্ঘ ১০ বছরেরও বেশি এই পার্কে আসছেন হার্ডিন। আগে ছোটখাট অজস্র হীরা খুঁজে পেলেও দুই ক্যারাটের থেকে বেশি বড় আকারের হীরা এই প্রথম তিনি খুঁজে পেলেন।

জানা গেছে, মূলত ওয়েট সিফটিং পদ্ধতিতে তল্লাশি চালিয়ে তিনি হীরাটি আবিষ্কার করেন। পাওয়া মাত্র পার্কের ডায়মন্ড ডিসকভারি সেন্টারে বিষয়টি জানান। হার্ডিন জানিয়েছেন, যন্ত্রের সাহায্যে মাটি উল্টোতেই হীরাটি জ্বলজ্বল করে ওঠে। হার্ডিন জানিয়েছেন, হীরাটি তিনি বিক্রি করতে চান।

- Advertisment -
Google search engine

Most Popular