টিভি রুমে ধূমপান করতে নিষেধ করায় সাংবাদিককে পেটাল ছাত্রলীগ

0
112

ধূমপান করতে নিষেধ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বিডি মর্নিং পোর্টালের সাংবাদিক মো. শাহাবুদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। তিনি বখস হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। কাজল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সদস্য। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিভি রুমে আইপিএল খেলা দেখার সময় কাজল ধূমপান করছিল। তখন শাহাবুদ্দিন তাকে নিষেধ করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজলসহ কয়েকজন শাহাবুদ্দিনকে মারধর শুরু করে। তবে এ ঘটনার ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত হল প্রাধ্যক্ষ ঘটনাস্থলে আসেননি।

জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি ব্যস্ত আছি, এখন যেতে পারব না। পরে বিষয়টি দেখছি।’

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনা জেনেছি। আমি ওই শিক্ষার্থীকে দেখতে মেডিকেলে গিয়েছি। বিষয়টি মীমাংসার জন্য হল প্রাধ্যক্ষকে জানিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here