আজকেও জেরা করা হবে কংগ্রেস নেতা রাহুলকে

0
149

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মঙ্গলবার আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দ্বিতীয় দিনের মতো তাকে জেরা করে। আজ বুধবারও জেরা করা হবে রাহুলকে।

গতকাল দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইডি সদর দপ্তরে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন তার বোন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। বেলা সাড়ে ১১টায় তার জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি।

প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে প্রাক্তন কংগ্রেস প্রধান বিকেলে প্রায় এক ঘণ্টা বিরতি নিয়ে বাড়ি যান। এরপর তিনি আবার জিজ্ঞাসাবাদের জন্য ফিরে আসেন এবং রাত ৯টা পর্যন্ত ইডি অফিসে ছিলেন বলে জানা গেছে।

সোমবার রাহুল গান্ধী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বেরিয়েছিলেন রাত ১১টার পর। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তার বিবৃতি রেকর্ড করা হয় সেখানে।

ইডির এসব পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় কয়েকশো কংগ্রেস নেতাকর্মীকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here