Friday, September 20, 2024
Homeফিচারসৌদিতে কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের তাকরীম

সৌদিতে কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের তাকরীম

সৌদি আরবে আন্তর্জাতিক হাফিজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৩) তৃতীয় স্থান অর্জন করেছেন। গতকাল বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সৌদিতে অনুষ্ঠিত এ কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ তাকরীম তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার হিসেবে এক লাখ সৌদি রিয়াল পেয়েছেন।

হাফেজ সালেহ আহমাদ তাকরীম রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি, ঢাকার শিক্ষার্থী। তার অর্জিত পুরস্কার হচ্ছে- এক লাখ সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় ৩১/৩২ লাখ টাকা। এ ছাড়া সৌদি সরকারের খরচে গর্বিত উসতাজসহ ওমরাহ ও মদিনা মুনাওয়ারা জিয়ারত এবং মহামূল্যবান সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট।

এদিকে, বিশ্ব দরবারে দেশের মান উজ্জ্বল করায় হাফেজ সালেহ আহমদ তাকরীমকে দেশ ও প্রবাসের সবাই অভিনন্দন জানিয়েছেন।

- Advertisment -
Google search engine

Most Popular