Friday, September 20, 2024
Homeফিচারযেসব কারণে ৩ পুলিশ সুপারকে অবসরে পাঠাল সরকার

যেসব কারণে ৩ পুলিশ সুপারকে অবসরে পাঠাল সরকার

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই তিন পুলিশ সুপার হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী। তাদের মধ্যে মীর্জা আবদুল্লাহেল বাকী ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং অন্য দুজন ১২তম ব্যাচের।

রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপারকে অবসরে পাঠানোর কথা জানানো হয়। ভিন্ন ভিন্ন তিনটি প্রজ্ঞাপন হলেও সেগুলোর ভাষা ছিল একই।

- Advertisment -
Google search engine

Most Popular