কী করবে কিয়েভ

0
157

রাশিয়া হামলা করলে প্রিয়ভূমি রক্ষায় লড়াই করবে ইউক্রেন। তবে, কোনো উসকানিতে কান দেবে না, ফাঁদে পা ফেলবে না। দেশটির প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। ভলোদিমির জেলেনস্কি অবশ্য কূটনীতিক উপায়ে সংকট সমাধানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান। খবর বিবিসির।

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি জানিয়েছেন, রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই ইউক্রেনের সেনারা প্রস্তুতি নিতে শুরু করেছে।

তিনি বলেন, ‘আমরা সেনাদের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকেই অবিশ্বাস্য সাহসিকতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকেই যে কোনো ধরনের অবস্থার জন্য প্রস্তুত।’

জার্মানির মিউনিখে একটি নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয়রা আতঙ্কিত নয়। আমরা আমাদের মতো করে বাঁচতে চাই।’

মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য এখন দেশের বাইরে যাওয়া নিরাপদ নয়, তা সত্ত্বেও তিনি মিউনিখ সফরে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here