‘দেশের মানুষ একবুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন’

0
167

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ একবুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি।’

আজ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে জনগণের প্রতি সরকারের কোনো দরদ নেই। তাই অযৌক্তিকভাবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। ওয়াসার পানির দামও বাড়াতে চাচ্ছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বাড়ছে প্রতিদিন। সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। দেশের মানুষ এমন বাস্তবতা থেকে মুক্তি পেতে চায়।’

তিনি বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। জাতীয় পার্টি কারো লেজুরবৃত্তি করে না। নির্বাচনে কোন দলের সঙ্গে জোট হবে তাও নিশ্চিত নয়। তাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বাচনের আগেই পার্টিকে সুসংহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি গণমানুষের কথা বলতেই রাজনীতি করছে। আমরা দেশ ও মানুষের স্বার্থ রক্ষার আন্দোলনে সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঞা, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আকতার, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালি, চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন, চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here