সবচেয়ে বড় স্ট্রবেরি

0
172

বিশালাকারের স্ট্রবেরিটির ওজন সাধারণ স্ট্রবেরির চেয়ে প্রায় পাঁচগুণ বেশি, ২৮৯ গ্রাম। আর এ কারণে ফলটি ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রবেরির স্বীকৃতি। স্ট্রবেরিটি চাষ করা হয়েছে ইসরায়েলে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর ইসরায়েলি কৃষক চাহি এরিয়েল নিজের খামারে বিশেষ এ স্ট্রবেরি ফলিয়েছেন। স্থানীয় ইলান জাতের স্ট্রবেরি এটি। এ জাতের স্ট্রবেরি সচরাচর এত বড় হয় না। তবে চাহির হাতে জন্মানো স্ট্রবেরিটি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। এটির ওজন ২৮৯ গ্রাম। ১৮ সেন্টিমিটার লম্বা। পরিধি ৩৪ সেন্টিমিটার।

স্ট্রবেরির এ জাতের উন্নয়ন ঘটিয়েছে ইসরায়েলের কৃষি গবেষণা প্রতিষ্ঠান ভলকানি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির গবেষক নির দাই জানান, সচরাচর ইলান জাতের স্ট্রবেরি আকারে বেশ ছোট হয়। তবে চাহির খামারে জন্মানো বিশেষ স্ট্রবেরিটি অন্য স্ট্রবেরিগুলোর চেয়ে পাঁচগুণ বড়। এ গবেষক বলেন, গত বছর শীত তুলনামূলক বেশি ছিল। এমন আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য উপযোগী। শীত বেশি থাকায় চাহির খামারের ওই স্ট্রবেরি আকারে বড়সড় হয়ে উঠেছে।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রবেরির স্বীকৃতি ছিল জাপানের দখলে। দেশটির ফুকুওকায় কোজি নাকাও নামের এক কৃষকের খামারে ওই স্ট্রবেরি জন্মেছিল। ওজন ছিল ২৫০ গ্রাম। জাপানের স্থানীয় আমাওউ প্রজাতির এ স্ট্রবেরিকে ২০১৫ সালের ২৮ জানুয়ারি বিশ্বের সবচেয়ে বড় স্ট্রবেরির স্বীকৃতি দেয় গিনেস কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here