দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক দলের চাপ নেই : সিইসি

0
108

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক দলের চাপ নেই বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তাদের দায়িত্ব পালনে কোন রাজনৈতিক দলের চাপ নেই।’

কোন রাজনৈতিক দল তাদেরকে নিয়ে কে কি বললো সেটা বিষয় না উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। তারা আশা করছেন, এই নির্বাচন কমিশনারের অধীনে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here