মূল্যবৃদ্ধির ফলে উত্তর চীনে তীব্র গ্যাস সংকট

0
77
Flames come out of a domestic gas ring on a stove in Manchester, Britain, September 18, 2021. REUTERS/Phil Noble - RC2ASP93L8T6

আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক হারে দর বৃদ্ধি ও তীব্র শীতে চাহিদা বেড়ে যাওয়ায় উত্তর চীনে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে জানানো হয়েছে, মা চেনচেন স্থানীয় সংবাদমাধ্যমে লিখেছেন, গত ২৫ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের ওয়েইনান শহরের বাসিন্দাদের কাছে স্থানীয় গ্যাস কোম্পানি গ্যাস সরবরাহে ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।

এএনআই আরও জানিয়েছে, চীনের ওই অঞ্চলটিতে শুধু গত সপ্তাহেই গ্যাসের দাম বেড়েছে ২৫ শতাংশ। আর গত এক মাসের ব্যবধানে দর বৃদ্ধির হার ৭৫ শতাংশ!

ন্যাশনাল একাডেমি অফ ইকোনমিক স্ট্র্যাটেজির সহযোগী গবেষক ইয়ংশেং বলেছেন, এবারের গ্যাস সংকটের সঙ্গে গত বছর কয়লা সংকটের সাজুয্য রয়েছে। সেবার যোগান কমে বাজারে কয়লার দর অস্বাভাবিক হারে বেড়ে যায়। ফলে অনেক কলকারখানা বন্ধ হয়ে যায় এবং কয়লার অভাবে অনেক বিদ্যুৎকেন্দ্র তাদের কার্যক্রম স্থগিত করে দেয়।

ধারণা করা হচ্ছে, তীব্র গ্যাস সংকট হয়তো সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here