চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়, আহত দুই অভিনেত্রী

0
50

চ্যালেঞ্জিং চরিত্রে দুই নারী চরিত্রে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়িকা ফারিন খান ও রাজ রিপা। আন্তর্জাতিক নারী দিবসের একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে এমন ঘটে। বিভিন্ন অঙ্গনে নারীদের এগিয়ে যাওয়ার গল্প নিয়েই এটি তৈরি হয়েছে। এরই মধ্যে এর ট্রেলার প্রচার হচ্ছে আর আজ রাত ১২টা ১ মিনিট থেকে পুরোটা ভিডিওটি প্রচারে আসবে। এটি নির্মাণ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’খ্যাত নির্মাতা আবু রায়হান জুয়েল।

তিনি জানান, ‘বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দুই চরিত্রে তারা কাজ করেছে। এর শুটিং হয়েছে ঢাকা, সীতাকুন্ডের পাহাড়ে। রাজ রিপা বোলিং করতে হিয়ে আর ফারিন খান পাহাড়ে উঠতে গিয়ে আহত হয়েছে। তারপরও তারা দারুণ কাজ উপহার দিয়েছে। এটি নির্মিত হয়েছে আরএফএল গ্যাস স্টোভ সৌজন্যে।

তিনি আরও জানান, আজ ১২টা ১ মিনিট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইনে প্রচার হবে।

জানা গেছে, ফারিন খান ও রাজ রিপা দুজনেই প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ আছেন।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে ফারিনের। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রোশান। আর ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমা দিয়ে অভিষেক রাজ রিপার। কাজ করছেন ‘রক্ষা’ নামের ওয়েব সিরিজসহ আরও একটি সিনেমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here