ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহত হয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা পরিষেবা মন্ত্রণালয়ের দাবি, দেশটির খারকিভ শহরের কাছে যুদ্ধ চলাকালে রুশ সেনাবাহিনীর ওই শীর্ষ কমান্ডার নিহত হন। তবে ইউক্রেনের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ব্যাপারে রুশ কর্মকর্তারাও কোনো মন্তব্য করেননি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিহত রুশ শীর্ষ কমান্ডারের নাম ভিটালি গেরাসিমভ। রুশ সেনাবাহিনীতে তার পদমর্যাদা ছিল মেজর জেনারেল। তিনি চিফ অব স্টাফ ছিলেন। তিনি রাশিয়ার ৪১তম আর্মি অব দ্য সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন।