দুই কোটি মানুষকে রেশন দেওয়ার প্রস্তাব ডা. জাফরুল্লাহর

0
36

দেশের দুই কোটি পরিবারকে রেশনের মাধ্যমে খাবার দেওয়ার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্য আজকে শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে গেছে। সরকার ঘোষণা দিয়েছে, এক কোটি মানুষকে টিসিবির খাবার দেওয়া হবে। এটাও একটা ভুল সিদ্ধান্ত।’

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শীর্ষক ব্যানারে এ সভার আয়োজন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টি।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু সবাইকে মিলিতভাবে কাজ করার কথা বলেছেন। আজকে দ্রব্যমূল্য আমাদের শ্বাসরুদ্ধ অবস্থার মধ্যে রেখেছে। প্রতিবাদে বিরোধীদল একটা ন্যায্য আন্দোলন করছে। প্রধানমন্ত্রী আপনিও দ্রব্যমূল্য কমাতে চান নিশ্চয়ই, পারছেন না। এইটাই আপনার ব্যর্থতা। সেখানে তাদের ওপর আক্রমণ করছেন- এটা ভুল কাজ। বিএনপির বিভিন্ন আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ এর কিছু ক্যাডার বাহিনী মিলিতভাবে বিরোধীদলকে আক্রমণ করছেন। এটা করে কখনো টিকে থাকা যাবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here