বসতঘরে বিক্রির জন্য রাখা বোমা বিস্ফোরণ

0
135

বরিশালের গৌরনদীতে একটি বসতঘরে বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দনপট্টি এলাকার কবির মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কবির মৃধা তার বসতঘরে বোমা-ককটেল মজুত রেখে বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, ঘরের মধ্যে স্টিল আলমারিতে বোমা মজুত রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. নুর মোহাম্মদ সরদার জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই কবিরের পরিবারের সদস্যরা আত্মগোপন করেছে। তিনি আরও জানান, বিস্ফোরণে ঘরের মধ্যে থাকা স্টিল আলমারিসহ অন্যান্য মালামাল তছনছ হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, অতিসম্প্রতি একই ইউনিয়নের মাদ্রা গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here