নিজ পিস্তল থেকে বের হওয়া গুলির শব্দে জ্ঞান হারিয়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. সেলিম হোসেন। পরে তাকে সহকর্মীরা থানার সিঁড়ি থেকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে।
থানার একটি সূত্র জানায়, সহকারী উপ-পরিদর্শক সেলিম ডিউটি শেষ করে থানায় ফেরার পর দ্বিতীয় তলায় গুলি ছোড়ার বিকট শব্দ হয়।
এসময় অন্য পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে সেলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলির শব্দে সে অচেতন হয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা জানান।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বলেন, সে আগে থেকেই অসুস্থ ছিল। ডায়াবেটিস নীল হয়ে গিয়েছিল। অসুস্থ অবস্থায় পড়ে যাওয়ার সময় তার কাছ থেকে পিস্তলটি পরে গিয়ে মিসফায়ার হয়। এতে সে আরো অসুস্থ হয়ে পড়ে। কারো শরীরে কোনো গুলি লাগেনি। ওই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের (পুরুষ) রেজিস্ট্রার নাজমুল আহসান জানান, উচ্চ রক্তচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে পুরোপুরি অচেতন নয় তিনি। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।