গাজীপুরে হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

0
154

গাজীপুরে একটি হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আবেদা সুলতানা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-গাজীপুর মহানগরীর চাবাগান এলাকার মঙ্গল আলীর ছেলে মো. শাহ পরান (১৮), কালিয়াকৈরের বক্তারপুর এলাকার নুরুল আমিনের ছেলে মো. সাজ্জাদ ওরফে বাঘা (১৮) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২)। মামলায় অপর দুই আসামি ইমরান ও সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, ২০১৬ সালের ১ নভেম্বর দুপুরে আসামিরা পরিকল্পিতভাবে জেলা শহরের মুন্সিপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে মো. টুটুলকে (২৭) কুপিয়ে হত্যা করে। সেই মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৮ এপ্রিল পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here