শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

0
90

খাদ্য, জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ির সামনে সহিংসতার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটি। গতকাল শুক্রবার সর্বজনীন জরুরি অবস্থা ঘোষণা করে একটি গেজেট প্রকাশ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে।

এদিন মধ্যরাত থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশটির পশ্চিম প্রদেশে কারফিউ জারি করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। একই সঙ্গে এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার ও আটকের জন্য নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতিদিন ১৩ ঘণ্টা করে লোডশেডিং, জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকটে ক্ষোভ বেড়েছে লঙ্কানদের। এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ ও সহিংসতা শুরু করেন সাধারণ মানুষ। এর একদিন পরেই এ ঘোষণা দেন দেশটির রাষ্ট্রপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here