ক’দিনে আগেই মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমাটি। যেখানে কাজ করতে গিয়ে হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কে জড়ান নায়ক শরিফুল রাজ। এরপর তারা বিয়েও করেন এই সিনেমার শুটিং চলাকালিন সময়ে।
এবার রাজ অভিনয় করতে যাচ্ছেন সরকারি অনুদানের নতুন এক সিনেমায়। নাম ‘দেয়ালের দেশ’। কিন্তু এবার আর পরীর সঙ্গে নয়, এবার তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়েছে এর শুটিং।
রাজ জানান, সিনেমায় দুজনের চরিত্র বেশ জটিল। দুজনকেই নতুন চরিত্রে দেখা যাবে। দেশের সিনেমার প্রেক্ষাপটে এ ধরনের চরিত্র করা বেশ কঠিন কাজ। তেমন চরিত্রেই তারা অভিনয় করছেন।
তিনি আরও জানান, ‘দেয়ালের দেশ’ পরিচালনা করছেন মিশুক মনি। এটি তার প্রথম সিনেমা। এর আগে নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন মনি। ২০১৯ সালের শেষে কানাডার টরেন্টো ফিল্ম স্কুল থেকে ফিল্ম মেকিংয়ের ওপর দুই বছরের স্নাতকোত্তর শেষ করেছেন এই পরিচালক।