ধনেপাতার ফেসপ্যাকে দূর হবে ব্রণ, জেনে নিন কীভাবে বানাবেন

0
172

ধনেপাতা সাধারণত রান্নায় ব্যবহার করেন সবাই। তবে এর আরও নানা গুণ রয়েছে। রূপচর্চার কাজেও লাগাতে পারেন ধনেপাতা। ভাবছেন ধনেপাতা দিয়ে আবার রুপর্চচা হয় নাকি! বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, আমাদের রান্নাঘরে এমন অনেক কিছুই রয়েছে, যা কিনা বাজারের যেকোনো প্রসাধনীকে টেক্কা দিতে পারে। তার মধ্যে অন্যতম হলো ধনেপাতা। ধনেপাতার ফেসপ্যাক ত্বকের জন্য খুবই উপকারী। রোদে পোড়া ত্বকে উজ্জ্বলতা ফেরাতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক। শুধু তাই নয়, ব্রণ সমস্যায় যারা ভুগছেন, তারা অবশ্যই ব্যবহার করুন ধনেপাতার ফেসপ্যাক।

কীভাবে তৈরি করবেন এই ফেসপ্যাক?

এই ফেসপ্যাক তৈরি করতে লাগবে কিছু পরিমাণ ধনেপাতা, একটা টমেটো ও গোলাপ জল। যাদের তৈলাক্ত ত্বক রয়েছে তারা এর মধ্যে লেবুর রস দিতে পারেন। লাগবে মূলতানি মাটিও।

টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিন। তার মধ্যে ধনেপাতা, গোলাপ জল ও মূলতানি মাটি দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিন। সব কিছু ভালো করে মিশে গেলে ত্বকে ব্যবহার করুন। আধাঘণ্টার মতো রেখে উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here