ইমরানের ৬ ঘনিষ্ঠ সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

0
83

পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর নাম স্টপ লিস্টে অন্তর্ভুক্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না তারা। আজ সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কারও নাম স্টপ লিস্টে অন্তর্ভুক্ত হওয়া মানে স্বাধীনভাবে দেশ ছাড়তে চাইলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সে দেশের বাইরে যেতে পারবে না।

প্রতিবেদনে প্রকাশিত তালিকায় যে ছয়জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন-প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল, স্বরাষ্ট্র ও জবাবদিহি বিষয়ক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালক গহর নাফিস ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা পাঞ্জাবের (অঞ্চল-২) মহাপরিচালক মোহাম্মদ রিজওয়ান।

তালিকায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সোশ্যাল মিডিয়ার প্রধান আরসালান খালিদের নামও আছে। ইমরান খানের পরাজয়ের পর গত শনিবার গভীর রাতে লাহোরে আরসালান খালিদের বাসায় অজ্ঞাত পরিচয়ের ১১ ব্যক্তি অভিযান চালান।

পূর্বে অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে বিধিনিষেধ দেয় এফআইএ। ২০১৫ সালে দেশটির ওয়ান্টেড ব্যক্তিদের আটকাতে সব বিমানবন্দরে পুনরায় স্টপ লিস্ট চালু করে এফআইএ। এ প্রক্রিয়ার মাধ্যমে ‘অপরাধী’ যেকোনো ব্যক্তির দেশত্যাগ ঠেকাতে পারে এফআইএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here