পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনের হাতে বন্দি

0
92

ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ ও প্রভাবশালী মিত্র ভিক্টর মেদভেরচুককে শর্তসাপেক্ষে মুক্তি দিতে চায় ইউক্রেন। মেদভেরচুক বর্তমানে ইউক্রেনের হাতে বন্দি রয়েছেন।

বিনিময়ে রাশিয়ায় বন্দি ইউক্রেনীয়দের ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে ইউক্রেন। আজ বুধবার সকালে এই শর্তের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

টেলিগ্রামে মেদভেদচুকের একটি ছবি শেয়ার করেন জেলেনস্কি। এর আগে মঙ্গলবার ভোরে বিশেষ অভিযানে পলাতক এই নেতাকে আটকের কথা স্বীকার করেন জেলেনেস্কি। বিশেষ এই অপারেশনটি করার জন্য ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে ধন্যবাদ জানান তিনি।

টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করে জেলেনস্কি বলেন, ‘যারা এখন রাশিয়ান বন্দিদশায় রয়েছে, তাদের মুক্তি দেওয়ার বিনিময়ে এ লোকটিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছি রাশিয়ান ফেডারেশনকে।’

তিনি আরও বলেন, সামরিক ছদ্মবেশ ব্যবহার করা তার জন্য বিশেষ নিন্দনীয় কাজ। তার মতো একজন সৈনিক এভাবে নিজেকে ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করল কী করে?

যুদ্ধকালে মেদভেরচুকের সামরিক পোশাক পরা মানে যুদ্ধকালীন নিয়মের আওতায় পড়া বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here