ইলিশ মাছ নিয়ে সিনেমা

0
84

জাতীয় মাছ ইলিশ নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। যার নামও রাখা হয়েছে ‘ইলিশ’। এটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। এর আগে ‘এনকাউন্টার’ ও ‘জামদানি’ নামের সিনেমার কাজ শুরু করেছিলেন তিনি।

এদিকে এই নির্মাতা নতুন সিনেমা নিয়ে বলেন, ‘বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। দেশিয় ঐতিহ্য এই সুস্বাদু মাছ সারা পৃথিবীতে সমাদৃত। প্রতিটি বাঙালির তৃপ্তি ও সুস্বাদু এই মাছ শুধু আহারের প্রয়োজনীয়তা ছাড়াও বিভিন্ন উৎসব আনন্দ আয়োজনের অন্যতম একটি উপাদান। আবার পেছনে আছে খেটে খাওয়া মানুষের দুর্দশা, অসাধু সিন্ডিকেট। এসব কিছুই ফুটে উঠবে পর্দায়।’

তিনি জানান, সিনেমা শিল্পীদের নাম এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, এ নির্মাতার দুটি সিনেমার কাজ চলমান। এর মধ্যে শ্যামল মাওলা-শিবা আলির ‘এনকাউন্টার’র কাজ ৬০ শতাংশ হয়েছে। অপর সিনেমার ‌‘জামদানি’র শুটিং কিছু দিনের মধ্যেই শুরু হবে। সরকারি অনুদানের এ সিনেমায় আছেন জিয়াউল রোশান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here