কে হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, জানা যাবে রাতে

0
72

ইউরোপ তথা পু‌রো বিশ্ববাসীর নজর এখন ফ্রান্সের দিকে। কে হতে যাচ্ছেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট? চরম ডানপন্থী নেতা মেরিন ল্য পেন, নাকি মধ্যপন্থী নেতা ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্থানীয় সময় রোববার সকাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ চলছে। তবে এই নির্বাচনে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছে স্থানীয় নির্বাচন অফিস।

রোববার সকাল থেকেই ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত ভোট প‌ড়ে‌ছে ২৬.৪১ শতাংশ, যা ২০১৭ সা‌লের তুলনায় ১.৮২ শতাংশ কম। ২০১৭ সা‌লে ছিল ২৮.২৩ শতাংশ এবং ২০১২ সা‌লে ছিল ৩০.৬৬ শতাংশ।

অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে স্থানীয় সময় রোববার রাত ৮টায়। ভোটগ্রহণ শেষে ফলাফল থেকে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হবে। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১২টায় এই ফল ঘোষণা করা হতে পারে।

২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। প্রথম পর্বে জয় পেলেও বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য দ্বিতীয় পর্বে জয়ী হওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here