ব্যাঙ্গালুরুকে বড় ব্যবধানে হারাল পাঞ্জাব

0
164

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৫৪ রানের বড় ব্যবধানে হারাল পাঞ্জাব কিংস। আর এই জয়ে প্লে-অফে খেলার আশা এখনও জিইয়ে রেখেছে পাঞ্জাব।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে ব্যাঙ্গালুরু।

২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরুর হয়ে কেউই সেভাবে হাল ধরতে পারেনি। সর্বোচ্চ ২২ বলে ৩৫ করেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া রজাত পতিদর ২৬ ও বিরাট কোহলি ২০ রান করেন।

পাঞ্জাব বোলারদের মধ্যে কাগিসো রাবাদা সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ঋশি ধাওয়ান ও রাহুল চাহার ২টি করে উইকেট দখল করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনের ঝড়ো ব্যাটে বিশাল সংগ্রহ পায় পাঞ্জাব। হার্শাল প্যাটেলের বলে আউট হওয়া লিভিংস্টোন ৪২ বলে ৭০ করেন। তিনি ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান। আর ২৯ বলে ৬৬ করে শাহবাজ আহমেদের বলে আউট হয়েছেন বেয়ারস্টো। এই ইংলিশ ব্যাটার ৪টি চার ও ৭টি ছক্কা হাঁকান।

ব্যাঙ্গালুরু বোলার প্যাটেল একাই ৪ উইকেট দখল করেন। দুটি উইকেট পান ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ম্যাচ সেরা হয়েছে জনি বেয়ারস্টো।

ম্যাচ হেরেও অবশ্য শীর্ষ চারে রয়েছে ব্যাঙ্গালুরু। ১৩ ম্যাচে ৭ জয় ও ৬ হারে ১৪ পয়েন্ট তাদের। পাঞ্জাব ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট লায়ন্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here